গুরুত্বপুর্ন – আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। কিন্তু, আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার না করাটাই শ্রেয়। এটি SINLESSMART এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি SINLESSMART এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।

আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।

যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।

সেকশন সাধারন কন্ডিশনঃ প্রোডাক্ট প্রাইস এবং প্রোডাক্ট স্টক
যেকোন প্রোডাক্ট এর প্রাইস এবং প্রোডাক্ট টি এভেইলেবল আছে কি না সেটা পুরোপুরি নির্ভর করে প্রোডাক্ট এর স্টক এর ওপর। যদি কোন প্রোডাক্ট বা সার্ভিস এভেইলেবল না থাকে তাহলে SINLESSMART যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে এবং সিমিলার বা অলটারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করবে অথবা এডভান্স পেমেন্ট করা থাকলে সেটা রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করবে। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে রিফান্ড পলিসি সেকশন দেখে নিতে পারেন।

আমাদের ওয়েবসাইট SINLESSMART ভিজিট করার মাধ্যমে বা ওয়েবসাইট থেকে কিছু ক্রয় করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে ব্যাবসার ধরন, প্রাকৃতিক অবস্থা কিংবা বৈশ্বিক অবস্থার, ইনকামিং স্টক বা সোল্ড আউট হবার কারনে অর্ডার প্লেস করার পরও প্রোডাক্ট স্টক না থাকার কারনে কাস্টমারকে সিমিলার কিংবা অল্টারনেটিভ প্রোডাক্ট সাজেস্ট করা হতে পারে অথবা পুরো অর্ডারটিই ক্যান্সেল করা হতে পারে।

আমাদের সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। আমরা সর্বাত্মক চেষ্টা করি আমাদের সাইটের প্রাইস গুলো সঠিক রাখতে, কিন্তু সময়ের সাথে সাথে দাম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন। শপার্শি যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার অধিকার রাখে। শপার্শি, আপনি বা অন্য কারো কাছে এসব পরিবর্তনের জন্য দায়বদ্ধ থাকবেনা।

সেকশন প্রোডাক্টস
আমাদের সকল প্রোডাক্ট SINLESSMART এর মাধ্যমে অনলাইনে এভেইলেবল রয়েছে। প্রোডাক্ট গুলোর পরিমান সীমিত সংখ্যক ও হতে পারে, তাই রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা কেবল আমাদের Return Policy অনুযায়ী প্রসেস করা হবে।

SINLESSMART সর্বাত্মক চেষ্টা করে সাইটের সকল প্রোডাক্ট এর কালার, সাইজ বা অন্য কোন ভেরিয়েশন থাকলে তা সঠিকভাবে ওয়েবসাইটে দেখানোর জন্য কিংবা বর্ণনা করার জন্য এবং সিলেকশনের অপশন দেয়ার। তারপর ও ইউজারের ডিভাইস সেটিংস, ডিভাইস মডেল, ওএস রিজিয়ন কিংবা কালার ক্যালিব্রেশন এর জন্য প্রোডাক্ট এর কালার কিংবা সাইজ ভিন্ন দেখা যেতে পারে। তাই SINLESSMART নিশ্চয়তা দিতে পারেনা যে প্রোডাক্ট বাস্তবে দেখতে হুবহু সাইটে দেখানো প্রোডাক্ট এর ছবির মত হবে। যদি কোন প্রোডাক্ট ওয়েবসাইটের বর্ননার সাথে না মিলে, এক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট টি অব্যাবহৃত অবস্থায় আমাদের Delivery & Return অনুযায়ী রিটার্ন করতে পারেন। তাছাড়া, যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার আমরা সংরক্ষন করি।

সেকশন বিলিং এবং একাউন্ট ইনফরমেশন সঠিক দেয়া
আমাদের কাছে প্লেস করা আপনার যেকোন অর্ডার আমরা প্রত্যাখ্যান করা, যেকোন অর্ডার, প্রি-অর্ডার এ প্রোডাক্ট সংখ্যা সীমিত বা ক্যান্সেল করার অধিকার রাখি। এই বাধ্যবাধকতাটি সেইম একাউন্ট, সেইম বিলিং এড্রেস, সেইম পেমেন্ট একাউন্ট, এবং/অথবা সেইম শিপিং এড্রেস হলেও কার্যকর হতে পারে। যেকোন অর্ডার ক্যান্সেল, প্রোডাক্ট পরিমান সীমিতকরণ, প্রোডাক্ট পরিমান ক্যান্সেল করার ক্ষেত্রে আমরা প্লেস করা অর্ডার ইনফরমেশনে থাকা কন্টাক্ট নাম্বার অথবা মেইল এড্রেস এর মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করবো। কোন স্পেশাল অফারের ক্ষেত্রে, আমাদের জাজমেন্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে, কোন ডিলার, ডিস্ট্রিবিউটর বা রিসেলার অর্ডার করেছেন, সেই অর্ডার ক্যান্সেল করার ও অধিকার রাখি আমরা।

একজন ওয়েবসাইট ইউজার কিংবা ক্রেতা হিসেবে আমাদের কাছ থেকে প্রতিটা অর্ডারে আপনি আপনার সম্পূর্ন সঠিক একাউন্ট ইনফরমেশন আমাদেরকে প্রদান করতে সম্মতি প্রকাশ করছেন। এছাড়া ও ক্রেতা হিসেবে প্রতিনিয়ত আপনি আপনার একাউন্ট ইনফরমেশন, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার এবং পেমেন্ট একাউন্ট ডিটেইলস আপডেট করতে সম্মতি প্রকাশ করছেন, যাতে করে আমরা আপনার ট্রাঞ্জেকশন সম্পন্ন করতে পারি এবং প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে দ্রুত প্রোডাক্ট বা সেবা প্রদান করতে পারি।

একটা ফোন নাম্বার বা মেইল এড্রেস অথবা একাউন্ট ইনফরমেশন দিয়ে কাস্টমার একাধিক একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেনা। যদি কোনভাবে করতে সক্ষমও হন, আমাদের অফার, ডিস্কাউন্ট, ডিলস, কুপন কিংবা আকস্মিক অফার একের অধিক নিতে পারবেন না এবং সাবমিট করা অর্ডার ক্যান্সেল হতে পারে।

সেকশন ডিসকাউন্ট
কুপন কোড, প্রমো কোড, ডিস্কাউন্ট অফার, বা সাইনআপ অফার মুলত প্রোডাক্ট এর সাধারন প্রাইস কে কমিয়ে দেয়। ডিসকাউন্ট কুপন, গিফট কার্ড এর অর্ডার সাকসেস হবার পর সেটা আর রিফান্ড, রিটার্ন অথবা এক্সেঞ্জ হবেনা। এই পলিসি অনুযায়ী সেইম ফোন নাম্বার বা মেইল এড্রেস দিয়ে ক্রিয়েট করা কোন কাস্টমার একের অধিকবার ডিস্কাউন্ট বা অফার নিতে পারবেন না। প্রমোশনাল এসএমএস কিংবা অফারের ব্যানারের কন্টেন্টে শুধুমাত্র অফারের মেইন কন্টেন্ট লিখা থাকবে, বিস্তারিত টার্মস এবং কন্ডিশুন গুলো ওয়েবসাইটে উল্লেখ থাকে, তাই অফার নেয়ার আগে টার্মস গুলো দেখ নেয়ার সুযোগ রয়েছে। SINLESSMART কোন প্রকার পূর্ব অবগতি ছাড়াই যেকোন অফার যেকোন সময় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার রাখে।

সেকশন থার্ড পার্টি লিংক
বেস্ট কাস্টমার সার্ভিস দেয়ার জন্য কিছু কিছু সার্ভিস আছে যেগুলো আমরা প্রোভাইড করলেও কিছু ক্ষেত্রে থার্ড পার্টি সার্ভিস এর সেবা থাকতে পারে। যেসব ক্ষেত্রে আমরা থার্ড পার্টি প্রোভাইডরের লিংক প্রোভাইড করি, সেসব ক্ষেত্রে লিংক প্রবেশের মাধ্যমের আপনি থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন, যাদের সাথে আমরা এফিলিয়েটেড না। এসব থার্ডপার্টি ওয়েবসাইট লিংক ব্যাবহার করে সার্ভিস ব্যাবহার গ্রহন করলে, সেক্ষেত্রে কোন সমস্যা হলে সেই দায়ভার শপার্শি-এর না।

থার্ড পার্টি এই ওয়েবসাইট গুলো থেকে কোন ড্যামেজ প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্স, কন্টেন্ট কিংবা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে ক্ষতিগ্রস্থ হলে সেই দায়ভার শপার্শি নিবেনা। থার্ডপার্টি থেকে কোন প্রোডাক্ট নেয়ার আগে কিংবা ট্রানজেকশন করার আগে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরামর্শ থাকল। থার্ডপার্টি থেকে নেয়া যেকোন প্রোডাক্ট রিলেটেড কমপ্লেইন, ক্লেইম, কিংবা প্রশ্ন থার্ডপার্টিদের কে করতে হবে।

সেকশন ভুল ইনফরমেশন এবং ত্রুটি
অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়েবসাইটে এমন কিছু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে। যেমন, টাইপিং ভুল, ভুল ইনফরমেশন অথবা ত্রুটি, যা যেকোন প্রোডাক্ট এর বিস্তারিত, মূল্য, প্রমোশন, অফার বা প্রোডাক্ট ডেলিভারি চার্জ কিংবা প্রোডাক্ট স্টক সম্পর্কে হতে পারে। তাই পূর্ব ঘোষনা ছাড়াই এধরনের ভুল ইনফরেশন কারেক্ট করার বা প্রয়োজনে পরিবর্তন করার অধিকার আমাদের রয়েছে। ভুলে কোন প্রোডাক্ট এর দাম অস্বাভাবিকভাবে কমে গেলে এবং সেই প্রোডাক্ট এর অর্ডার করলেও সেই অর্ডার ক্যান্সেল করা হতে পারে। যেমন ১২০০ টাকার প্রোডাক্টের প্রাইস যদি ভুলে ১২.০০ হয়ে যায় এমন ক্ষেত্রে পেমেন্ট করা অর্ডারও ক্যান্সেল করে রিফান্ড করা হতে পারে।

সেকশন অর্ডার ক্যান্সেল
SINLESSMART সব সময়ই অরিজিনাল এবং অথেনটিক প্রোডাক্ট বিক্রয় করে। তাই, যেকোন প্রোডাক্ট অথরাইজড ভেন্ডর থেকে রিসিভ করে ডেলিভারির আগে কোয়ালিটি চেক করা হয়। তাই, কোন প্রোডাক্ট এর কোয়ালিটি চেক করার পর প্রোডাক্ট এ কোন সমস্যা থাকলে শপার্শি সেই অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, আমরা চেষ্টা করছি আমাদের গ্রাহকদেরকে বেস্ট শপিং এক্সপেরিয়েন্স প্রদান করার। এছাড়া ও কোন প্রোডাক্ট স্টক না থাকলে কিংবা স্টক আউট হয়ে গেলেও শপার্শি সেই অর্ডার টি ক্যান্সেল করার অধিকার রাখে। কারন, কিছু কিছু কারনে প্রোডাক্ট স্টক আগে থেকে বোঝা যায়না। যেমন, অপ্রত্যাশিত ইনভেন্টরি সমস্যা, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সমস্যা, ভেন্ডর স্টক আপডেট সমস্যা বা অপ্রত্যাশিত অন্য কোন সমস্যা বা হঠাত কোন প্রোডাক্ট এর চাহিদা বেড়ে গিয়ে স্টক আউট হয়ে গেলে এবং কোন অতিরিক্ত অর্ডার থাকলে তা ক্যান্সেল এবং রিফান্ড করা হতে পারে।

সেকশন নিষিদ্ধ ব্যবহার
যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলো।

(ক) অনৈতিক কাজে ব্যাবহার করা।
(খ) অনৈতিক কাজে কাউকে প্ররোচিত করার জন্য ব্যাবহার করা।
(গ) যেকোন আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় প্রবিধান, রুলস, আইন, অথবা স্থানীয় নিয়ম অমান্য করার জন্য ব্যাবহার করা।
(ঘ) আমাদের বা অন্য কারো মেধা শক্তির অধিকার লঙ্ঘন করার জন্য ব্যাবহার করা।
(ঙ) লিঙ্গ, যৌন প্রবণতা, ধর্ম, জাতি, বয়স, জাতীয় উৎপত্তি, বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, বদনাম, অপবাদ, অসম্মান বা ভয় দেখানোর জন্য ব্যাবহার করা।
(চ) ভুল বা মিথ্যে তথ্য সরবরাহের জন্য।
(ছ) ভাইরাস কিংবা মালিশয়াস কোড আপলোড করা যা সাইটের স্বাভাবিক কার্যক্ষমতায় ব্যাঘাত ঘটাবে এবং যার জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যাবহার করা।
(জ) অন্যদের পার্সোনাল ইনফরমেশন বের করার জন্য ব্যাবহার করা।
(ঝ) স্প্যাম, ফিশ, ফার্ম, প্রিটেক্সট, স্পাইডার, ক্রল, বা স্ক্র্যাপ এর মত নিষিদ্ধ কাজে ব্যাবহার করার জন্য।
(ঞ) কোন অশ্লীল বা অনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করলে।
(চ) সার্ভিস বা ওয়েবসাইট সংশ্লিষ্ট অথবা ইন্টারনেট সিকিউরিটি বৈশিষ্টে হস্তক্ষেপ করা বা বাধা দেওয়া।

এই নিষিদ্ধ কাজগুলো করার কারনে আমরা আপনার সার্ভিস ইউজেস কিংবা একাউন্ট টার্মিনেট করার অধিকার রাখি।

Protection of Personally-Identifying Information

Sinlessmart discloses potentially personally-identifying and personally-identifying information solely to employees, contractors, and affiliated organizations that need the information for processing on behalf of Sinlessmart or providing services available on our website. These entities have agreed not to disclose the information to others. Some of these entities may be situated outside your home country, and by using our website, you consent to the transfer of such information to them. Sinlessmart does not rent or sell potentially personally-identifying and personally-identifying information to anyone. Apart from its employees, contractors, and affiliated organizations, Sinlessmart discloses such information only in response to a subpoena or court order, or when disclosure is reasonably necessary to protect the property or rights of Sinlessmart, third parties, or the public. Registered users may receive occasional emails about new features, product updates, and blog posts.

Data Deletion Policy

Users of Sinlessmart products or services can request account data deletion by emailing support@ barabarionlinebazar.com. Upon such a request, all previous orders, reviews, product questions, or related data will be removed from the account dashboard. Please note that deleted data cannot be retrieved or undone, so careful consideration is advised before making such a request. Once a data deletion request is emailed, it will be processed within the next 72 hours.

Cookies

Cookies are strings of information stored on a visitor’s computer that the browser provides to the website upon return visits. Sinlessmart uses cookies to identify and track visitors, monitor their usage preferences, and understand website access patterns. Visitors who prefer not to have cookies placed on their computers should adjust their browser settings accordingly. However, it’s important to note that certain features of Sinlessmart’s website may not function properly without cookies.

Advertisements

Advertisements on our websites may be delivered by advertising partners who may set cookies. These cookies enable the ad server to recognize your computer, compile information about you, or others using your computer, and deliver targeted advertisements believed to be of interest. This Privacy Policy covers the use of cookies by Sinlessmart and does not extend to the use of cookies by any advertisers.

IMPORTANT – PLEASE READ THESE TERMS CAREFULLY BEFORE USING SINLESSMART PRODUCTS OR SERVICES. BY PURCHASING OR USING ANY PRODUCTS, SOFTWARE, SCRIPTS, OR SERVICES, YOU ACKNOWLEDGE THAT YOU HAVE READ THIS LICENSE AGREEMENT, UNDERSTAND IT, AND AGREE TO BE BOUND BY ITS TERMS. YOU ASSUME ALL RISKS OF DATA LOSS ASSOCIATED WITH IT. IF YOU DISAGREE WITH THE TERMS AND CONDITIONS OF THIS LICENSE AGREEMENT, PLEASE DO NOT DOWNLOAD, INSTALL, OR USE OUR PRODUCTS OR SERVICES.

This document constitutes an End-User License Agreement (“Agreement”) between SINLESSMART (referred to as “licensor” or “we”) and the individual or business entity (“you”) being licensed to use any products or services (“Products”) sold, advertised, or delivered by our company.

Your use of our website and/or the purchase of items from us make you a user of the website, engaging in our “Services.” This engagement implies your agreement to be bound by the following terms and conditions, also known as “Terms of Service,” “Terms of Use,” or “Terms.” These Terms of Service apply to all users of the website, including but not limited to browsers, vendors, customers, merchants, affiliates, and contributors of content.

Please carefully read these Terms of Service before accessing or using our website or services. Your access or use of any part of the website indicates your legal acceptance of these Terms of Service. If you do not agree with all the terms of this agreement, please refrain from accessing the website or using any of the services.

Any additional features, services, or tools introduced will also be subject to the current Terms of Service. The latest version of the Terms of Service is always available on this page. We reserve the right to update, modify, or replace any part of these Terms and Conditions by posting updates or changes on our website. To stay informed, please check this page periodically. Your continued use or access to the website after any modifications constitutes acceptance of those changes.

SECTION 1 – GENERAL CONDITIONS

By accepting these Terms of Service, you confirm that you are of legal age in your current state or province of residence or that you have obtained consent for any minor dependents to use this website, where you are of legal age. You may not use our products for any illegal or unauthorized purpose, and you must not violate any laws in your jurisdiction, including copyright laws. Transmission of worms, viruses, or any destructive code is strictly prohibited. A breach of these terms will lead to the immediate termination of your services.

We reserve the right to refuse service to anyone at any time for any reason. You acknowledge that your content (excluding credit card information) may be transferred unencrypted and may involve:

(a) Transmissions over various networks. (b) Changes to conform and adapt to technical requirements of connecting networks or devices.

You agree not to reproduce, duplicate, copy, sell, resell, or exploit any portion of the service without our express written permission.

SECTION 2 – AVAILABILITY AND PRICING

Availability and pricing of items are subject to change and may be limited. We will promptly inform you if the ordered product(s) are unavailable, offering alternative options or refunds for prepaid orders.

As a visitor or purchaser, you acknowledge that due to the nature of our business, availability may change even after an order is placed. In the event a product is no longer available, Customer Care will provide alternatives or the option to cancel the order.

Prices are subject to change without notice, and while we make efforts to ensure accuracy, discrepancies may occur. If any price is different from what is displayed, we will notify you before dispatching the order, providing the choice to proceed or cancel.

We reserve the right to modify or discontinue any service or content without notice. We shall not be liable for any modifications, price changes, suspensions, or discontinuations.

SECTION 3 – PRODUCTS

Products are exclusively available online through SINLESSMART. They may have limited quantities and are subject to return or exchange following our Return and Replacement Policy.

We make reasonable efforts to display the product accurately in terms of color and size. However, variations may occur due to device display settings, technical issues, or differences in display. SINLESSMART cannot guarantee that the physical product will precisely match the displayed image. If a product from SINLESSMART is not as described, your sole remedy is to return it unused, adhering to our Return and Replacement Policy.

We reserve the right to limit the sales of our products or services to specific persons, geographic regions, or jurisdictions. This right may be exercised on a case-by-case basis. We also reserve the right to limit quantities of any products or services and may discontinue any product at any time.

SECTION 4 – ACCURACY OF BILLING AND ACCOUNT INFORMATION

We reserve the right to refuse any order. In our discretion, we may limit or cancel quantities purchased per person, per order, or under the same customer account, credit card, or shipping address. Changes or cancellations to orders will be communicated to you through the provided phone number or email.

As a visitor or customer, you agree to provide current, complete, and accurate account information for all purchases. Prompt updates to your account, including email address and credit card information, are essential for transaction completion and communication.

User accounts must be created using a unique registered cell phone number and email address. Multiple accounts under the same information are not allowed, and users cannot avail offers, deals, discount coupons, or gift coupons more than once during campaigns or occasional sales.

SECTION 5 – DISCOUNTS & ALLOWANCES

Discounts and allowances (coupon codes, promo codes, occasional offers, sign-up offers, etc.) are reductions of the basic product or service price. The value of discount coupons or gift cards will not be refunded on returns or exchanges after use for a successful order. Users with multiple accounts under the same cell phone number or email address cannot avail discounts or offers more than once, as per policy. Promotional SMS may contain offer details, but terms and conditions are available on the website. SINLESSMART reserves the right to change, revise, or modify any discount offers or promotional allowances without prior notice.

SECTION 6 – THIRD-PARTY LINKS

Certain content, products, and services available through our service may include materials from third parties for better service provision.

Third-party links on this site may lead to websites not affiliated with us. We are not responsible for examining or evaluating third-party content, accuracy, or any liability for materials, website content, services, or other materials from third parties.

We are not liable for any harm or damages related to goods, services, resources, content, or other transactions on third-party websites. Before engaging in any transaction, carefully review third-party policies and practices. Any concerns about third-party products or services should be directed to the third party.

SECTION 7 – PERSONAL INFORMATION

Submission of personal information on the store is governed by our Privacy Policy. Please visit our website to learn more about our Privacy Policy.

SECTION 8 – ERRORS, INACCURACIES, AND OMISSIONS

Occasionally, our website or services may contain typographical errors, inaccuracies, or omissions related to product descriptions, pricing, promotions, offers, shipping charges, and availability. We reserve the right to correct errors, inaccuracies, or omissions, and to change or update information or cancel orders if any information on our website or related websites is inaccurate, without prior notice.

We undertake no obligation to update or clarify information on our website. No specified update or refresh date in the service or on any related website should be interpreted as indicating all information has been modified or updated.

SECTION 9 – ORDER CANCELLATION

SINLESSMART is committed to delivering quality products. Quality Control checks are performed after receiving products from authorized vendors. We reserve the right to cancel any order with quality issues or if the ordered product is unavailable.

SECTION 10 – PROHIBITED USES

In addition to other prohibitions outlined in the Terms of Service, the website or its contents may not be used:

(a) For any unlawful purpose.

(b) To solicit others for unlawful acts.

(c) To violate international, federal, provincial, or local regulations, rules, laws, or ordinances.

(d) To infringe upon or violate intellectual property rights.

(e) To harass, abuse, insult, harm, defame, slander, disparage, intimidate, or discriminate.

(f) To submit false or misleading information.

(g) To transmit viruses or other malicious code.

(h) To collect or track personal information.

(i) To spam, phish, pharm, pretext, spider crawl, or scrape.

(j) For any obscene or immoral purpose.

(k) To interfere with or circumvent security features.

We reserve the right to terminate use of the Service for violating prohibited uses.

SECTION 11 – DISCLAIMER OF WARRANTIES; LIMITATION OF LIABILITY

We do not guarantee that your use of our service will be uninterrupted, timely, secure, or error-free. We do not warrant that results obtained from the use of the service will be accurate or reliable. The service, products, and services delivered are provided ‘as is’ and ‘as available’ without any representation, warranties, or conditions of any kind, either express or implied.

In no case shall SINLESSMART, our directors, officers, employees, affiliates, agents, contractors, interns, suppliers, vendors, service providers, or licensors be liable for any injury, loss, claim, or any direct, indirect, incidental, punitive, special, or consequential damages of any kind, including lost profits, revenue, savings, data, replacement costs, or similar damages, whether based in contract, tort (including negligence), strict liability, or otherwise, arising from your use of the service or any products procured using the service, or for any other claim related to your use of the service or any product, including errors or omissions in any content, or loss or damage incurred from the use of the service or any content (or product) posted, transmitted, or made available via the service, even if advised of their possibility.

Most SINLESSMART products carry a warranty, and users can avail themselves of it at any brand-authorized servicing point or through SHOPARSHI. However, any use of the product resulting in injury, loss, or damage, direct or indirect, will not make SHOPARSHI liable, provided it is not covered by the product’s accompanying warranty.

SECTION 12 – INDEMNIFICATION

As a user, you agree to indemnify, defend, and hold SINLESSMART and its affiliates, partners, officers, directors, agents, contractors, licensors, service providers, subcontractors, suppliers, vendors, interns, and employees harmless from any claim or demand, including reasonable attorneys’ fees, arising from your breach of these Terms of Service or violation of any law or the rights of a third party.

SECTION 13 – SEVERABILITY

If any provision of these Terms of Service is determined to be unlawful, void, or unenforceable, such provision shall be enforceable to the fullest extent permitted by applicable law, and the unenforceable portion shall be deemed severed from these Terms of Service. Such determination shall not affect the validity and enforceability of the remaining provisions.

SECTION 14 – TERMINATION

The obligations and liabilities incurred prior to the termination date shall survive the termination of this agreement. These Terms of Service are effective unless terminated by either party. You may terminate these Terms of Service at any time by notifying us that you no longer wish to use our Services, or when you cease using our site.

In our sole judgment, if you fail to comply with any term or provision of these Terms of Service, we may terminate this agreement at any time without notice. You will remain liable for all amounts due up to and including the date of termination. We may deny you access to our Services for violating any prohibited uses.

The failure to exercise or enforce any right or provision of these Terms of Service shall not constitute a waiver of such right or provision. Ambiguities in the interpretation of these Terms of Service shall not be construed against the drafting party.

These Terms of Service, along with any policies or operating rules posted by us, constitute the entire agreement between you and SINLESSMART, governing your use of the Service, superseding any prior or contemporaneous agreements, communications, and proposals, whether oral or written.

SECTION 15 – GOVERNING LAW

These Terms of Service and any separate agreements where we provide you services shall be governed by and construed and interpreted according to the applicable laws governing eCommerce in Bangladesh. Any legal claims or proceedings arising from or in connection with this website must be brought within the jurisdiction of a competent Court in Bangladesh.

SECTION 16 – CHANGES TO TERMS OF SERVICE

You can review the most current version of the Terms of Service at any time on this page.

We reserve the right, at our sole discretion, to update, change, or replace any part of these Terms of Service by posting updates and changes to our website. It is your responsibility to check our website periodically for changes. Your continued use of or access to our website or the Service following the posting of any changes to these Terms of Service constitutes acceptance of those changes.